গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ থানা পুলিশের সঙ্গে কথিত “বন্দুকযুদ্ধে” দু’জন রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে।
৬ মে সোমবার গভীর রাত দেড়টার দিকে জাদিমুরা শরনার্থী ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র,ইয়াবা ও গুলি উদ্ধার করেছে।
টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান,
টেকনাফ হ্নীলা ইউনিয়ন ৯নং ওয়ার্ড জাদিমুরা এলাকায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি চৌকশ দল অভিযানে গেলে মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করে।
এতে এসআই সাব্বির,এসআই বাবুল ও পুলিশ কনেস্টবল মাঈন উদ্দিন নামে ৩ জন পুলিশ সদস্য আহত হয়।
পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাঁচা মিয়ার পুত্র মোহাম্মদ আলম ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের পুত্র মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
মৃতদেহের পাশ থেকে দু’টি দেশীয় তৈরী বন্দুক,৭ রাউন্ড গুলি ও ২ হাজার ২শত পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এদিকে পুলিশ কনেস্টবল শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যের মাধ্যমে মৃতদেহগুলোর ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা বলে জানায় ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-