বিশেষ প্রতিনিধি :
কক্সবাজারের মাদক অধ্যূষিত উপজেলা টেকনাফে গত এপ্রিল মাসে ৭১ হাজার ৬৩৯ পিস ইয়াবা ও চোরাই পণ্যসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ ২ বর্ডার র্গাড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, এপ্রিল মাসে সীমান্তের বিভিন্ন স্থানে ও চেকপোস্টে বিজিবি ৭১ হাজার ৬৩৯ ইয়াবা উদ্ধার করা হয়।
এর মধ্যে মালিকসহ ১২ হাজার ৬১৭ এবং মালিকবিহীন ৫৯ হাজার ২২ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ১৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা। এসব অভিযানে ২৫টি মামলা দায়েরসহ ২০ জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ লাখ ৭৯ হাজার ২৫ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। এসব অভিযযানে ১১টি মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বিজিবির সদস্যরা সীমান্তে রাত-দিন পাহাড়া দিচ্ছে। এছাড়া সীমান্তে টহল জোরদারসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-