মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল উপজেলায় এক কিশোরীকে (১৫) বিয়ে করেছেন ৪৮ বছরের ইউপি মেম্বার। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালালে বাসর রাতেই কিশোরী বধূকে ফেলে পালিয়ে যান ওই ইউপি মেম্বার।
পালিয়ে যাওয়া মেম্বারের নাম আব্দুর রহমান (৪৮)। তিনি শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার আরো দুই স্ত্রী রয়েছে বলে জানিয়েছে প্রতিবেশীরা।
স্থানীয়রা জানায়, শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগের রেললাইন এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরীকে শুক্রবার বিয়ে করেন ইউপি সদস্য আব্দুর রহমান। পরে ওই কিশোরীকে তার বাবার বাড়ির পাশের একটি ভাড়া বাড়িতে তোলেন তিনি। স্থানীয় লোকজন বাল্যবিয়ের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক সুদীপ দাশকে ঘটনাস্থল পাঠানো হয়। ওই কর্মকর্তার উপস্থিতির টের পেয়ে রাতেই নববধূকে ফেলে পালিয়ে যান ইউপি সদস্য আব্দুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার বলেন, ইউপি মেম্বারের বাল্যবিয়ের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বুনার্জি বলন, ইউপি মেম্বার হিসেবে আব্দুর রহমান যে কাজটি করেছেন সেটি ঠিক করেননি। বিষয়টি নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-