৮ই মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এন.এইচ নিরব, চট্টগ্রাম
৮ ই মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর বাস্তবায়নে ৪ই মে ২০১৯ ইং তারিখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিট এর ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার, কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন সহ অন্যান্যরা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হক চৌধুরী ফয়সাল যুব প্রধান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন কলেজ ও মুক্তদল সদস্যরা রক্তদান করে থাকে।

আরও খবর