ডেস্ক রিপোর্ট :
১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩ মে) ভোরে চাঁদপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার রোহিঙ্গা আব্দুল মোতালেব (২০) কক্সবাজারের টেকনাফ উপজেলার পানছড়িপাড়া ক্যাম্পে আশ্রয় নেওয়া আফাজ উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।
র্যাব জানায়, ইয়াবা পাচারকারী চক্রের এক সদস্য ইয়াবাসহ চাঁদপুর পৌর এলাকার হোটেল তাজমহলে অবস্থান করছে –এমন সংবাদে র্যাব ওই হোটেলের ৩য় তলার ২১৬ নম্বর কক্ষে অভিযানে যায়। এসময় ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আব্দুল মোতালেবকে গ্রেফতার করা হয়। তার বিরদ্ধে চাঁদপুর সদর থানায় মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-