প্রেস বিজ্ঞপ্তি :
উখিয়া উপজেলার ব্যতিক্রমী সংগঠন ‘উখিয়া নাগরিক আন্দোলন’ কমিটিতে জিয়াউল হক রানাকে সহ সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বুধবার উখিয়া নাগরিক আন্দোলন কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে রানাকে সংগঠনের সহ সাধারণ সম্পাদক করার কথা নিশ্চিত করা হয়।
উখিয়া নাগরিক আন্দোলন সংগঠনের সভাপতি মো. মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক এম এইচ ভুট্টো স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘উখিয়া নাগরিক আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে রানাকে সহ সাধারণ সম্পাদক করা হলো।
চিঠিতে বলা হয়, ‘উখিয়ার নাগরিকদের স্বার্থ আদায় ও উন্নয়ন ও যাবতীয় কার্যক্রম বাস্তবায়নে একজন সক্রিয় সংগঠক হিসেবে আপনার মেধা, মনন, সার্বিক কর্মকাণ্ড ও সহযোগিতা উখিয়া নাগরিক আন্দোলনকে সমৃদ্ধ করবে।’
চিঠি পাওয়ার পর কক্সবাজার জার্নালকে দেয়া প্রতিক্রিয়ায় জিয়াউল হক রানা তাকে নাগরিক আন্দোলনের সহ সাধারণ সম্পাদক মনোনীত করায় সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনকে শক্তিশালী করতে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-