ফণি বিষয়ে বিস্ময়কর কিছু তথ্য

শুক্রবার সন্ধ্যা থেকে বাংলাদেশে আঘাত হানতে পারে সুপার সাইক্লোন ফণি। ঘুর্ণিঝড়টি ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশের নৌচলাচলও বন্ধ রাখা হয়েছে। ফণি সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য জেনে নেয়া যাক-

*  ফণির তাণ্ডবলীলা হতে পারে সিডরের চেয়েও ভয়াবহ। 

*  ফণি যখন বাংলাদেশ থেকে ৭৪ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে, তখন আপনার এলাকায় বাতাসের গতিবেগ হবে, শোয়েব আখতার,  শেন বন্ড কিংবা ব্রেট লির বলের গতির চেয়েও বেশি। অর্থাৎ ঘন্টায় ১৭০-১৮০ কিলোমিটারের থেকেও বেশি।

*  ফণির তাণ্ডবের আশংকায় ইতিমধ্যেই বাংলাদেশের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ভারতে নৌ চলাচল তো বটেই কয়েকটি এলাকার ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। ১০৩ টি রুটের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ১৯ টি জেলায় ফণি ধ্বংসলীলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

*  ফণির আয়তন বাংলাদেশের প্রায় দ্বিগুণ। আর এর কেন্দ্র বা চোখটির আয়তন নাকি ঢাকা শহরের থেকেও বড়।

*  বাংলাদেশে ফণি মোকাবিলায় ৫৬ হাজার ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে ভারতে ফণির আতংকে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে ৮ লাখ মানুষ।

আরও খবর