চকরিয়া সড়ক দুর্ঘটনায় নিহত- ১; আহত ৬

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়েকর চকরিয়াস্থ দরগাঁগেইট  এলাকায় যাত্রীবাহী সৌদিয়া চেয়ারকোচের সাথে সিগেরট  কোং কাভার্টভ্যান  মুখেমুখি সংঘর্ষে ১জন নিহত আহত হয়েছে ৬জন আজ দুপুর ১২টায় দুর্ঘটনায় ঘটে।

নিহত ড্রাইভার হল সাতকানিয়ার মো,ফরমান(৩০)।আহতরা হলেন-জসিম উদ্দিন(৪২) উত্তর হারবাং, জিশাস (২৫)ফাসিঁয়াখালী, চকরিয়া,আশেকুল ইসলাম (৩০)সদর উপজেলার ঈদগাঁ,কক্সবাজার।আবুল কাসেম(৩৩)বান্দরবন জেলার আলীকদম উপজেলার বাসিন্দা।

আবদুল খালেক(২৬)চট্রগ্রামের জেলার সাতকানিয়ার।সৌদিয়ার ড্রাইভার বেলাল(৫০)চৌদ্দগ্রাম  কুমিল্লা।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো.আলমগীর হোসেন বলেন, চটট্রগ্রাম থেকে কক্সবাজার মুখি সৌদিয়া চেয়ারকোচ মহাসড়েকর চকরিয়াস্থ দরগাঁগেইট এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা সিগেরট  কোং কাভার্টভ্যান মুখামুখি সংঘর্ষে হয়।

এসময় ঘটনাস্থলে কাভার্টভ্যান ড্রাইভার  মারাযায়।আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ী দুইটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর