‘বন্দুকযুদ্ধে’ কমান্ডার নিহত

ডেস্ক রিপোর্ট – বগুড়ার শেরপুর উপজেলায় চরমপন্থিদের গোলাগুলিতে উত্তবঙ্গের কমান্ডার মোহাম্মদ শফিউর রহমান জ্যোতি (৩৫) নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টায় বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জ্যোতি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) উত্তরবঙ্গের কমান্ডার। তিনি ধুনট উপজেলার প্রতাপ খাদুলী গ্রামের মৃত মুজাফফর আলীর ছেলে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, গোলাগুলির খবর পেয়ে খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় গিয়ে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান,শফিউর রহমান জ্যোতির বিরুদ্ধে পাঁচটি খুনের মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। ১৯৮৭ সালের নাটোরের গুরুদাসপুর থানা লুটের ঘটনায় তিনি ৮৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

আরও খবর