শহিদুল ইসলাম, উখিয়া
কক্সবাজারের উখিয়ার মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উখিয়া উপজেলা শ্রমিক লীগ ও হোটেল শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যাগে র্র্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়। উখিয়ার সালাম মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছৈয়দ নুর বাবুর্চি।
প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বক্তব্য দেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম,উখিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী, উখিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কাজী আকতার উদ্দিন টুনু, হলদিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশা ও উপজেলা শ্রমিক লীগের অাহবায়ক ও রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভি জাফর আলম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-