বিশ্বকাপে বাংলাদেশের নতুন জার্সি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ দলের জার্সি বদলের বিষয়টি অনুমোদন করেছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে নতুন জার্সির নকশাও প্রকাশ করা হয়েছে।

আগের জার্সিতে লাল রং ছিল না। নতুন জার্সির হাতায় লাল রং দেওয়া হয়েছে। এছাড়া আগের জার্সিতে বাংলাদেশ লেখাটি ছিল সাদা। সেটাও করা হয়েছে লাল। এই দুই জায়গায় আনা হয়েছে পরিবর্তন। বাকিটা আগের জার্সির নকশাই রাখা হয়েছে।

এর আগে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করা হয় সোমবার। বাংলাদেশের বিশ্বকাপ দলের (সাকিব ছাড়া) ক্রিকেটাররা ওই জার্সি পরে ফটোসেশন করেন। কিন্তু ওই জার্সিতে বাংলাদেশের আবেগের রং লাল না থাকায় সমালোচনার ঝড় ওঠে। পরে জার্সি বদল করা হবে বলে জানান নাজমুল হাসান পাপর।

আরও খবর