দুই মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

কক্সবাজার জার্নাল ডেস্ক – চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের শিকদার পাড়া এলাকায় এক পরিবারে দুই কন্যাশিশুকে বিষ খাইয়ে মা নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে উপজেলা সরফভাটায় মর্মান্তিক এ ঘটনা ঘটনা। মৃত ডলি আক্তার (২৮) সিকদার পাড়ার মো. নূরনবী’র স্ত্রী। তাদের দুই মেয়ে হলো ৬ বছর বয়সী ইলা আক্তার ও ১০ মাস বয়সী ইসরাত নূর।

সার্বিক বিষয় জানতে স্বামী নূরনবীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া জানান, রাতের কোনো এক সময় দুই মেয়ের মুখে বিষ দিয়ে ডেইজি আকতার নিজেও বিষপান করেন।স্থানীয়রা গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা জানতে পেরেছি, ডলি প্রথমে তার দুই মেয়েকে বিষ খাইয়ে দেন। পরে তিনি নিজেও বিষপান করেন।

রাত সাড়ে ১২টার দিকে পরিবারের কয়েকজন সদস্য তাদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তাদের মৃত্যু হয়েছে।

আরও খবর