কুতুবদিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

এম.বশির উল্লাহ,মহেশখালী

কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছে। এসময় একটি কাটা বন্দুক, রাইফেলের চারটি খোসা, ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোররাতে উপজেলার আলিয়া আকবর ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- এরফান উল্লাহ প্রকাশ এরফান মাঝি (৩২) ও তার সহযোগী নুর হোসেন।

সকাল ১১টার দিকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদার ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে এরফান মাঝির দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ পাওয়া যায়।

ওসি বলেন, নিহত এরফানের বিরুদ্ধে হত্যা, খুনসহ সাতটি মামলা রয়েছে। তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর