
ডেস্ক রিপোর্ট – মাদারীপুরের কালকিনিতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহির উদ্দিন জোক্কা (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার গভীর রাতে কালকিনির কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জহির উদ্দিন জোক্কা কালকিনির চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কালকিনি থানায় ৪টি মাদক মামলা রয়েছে।
র্যাব-৮ জানান, সোমবার গভীর রাতে জহির উদ্দিন জোক্কাকে (৪২) আটক করে র্যাব-৮ এর বরিশাল ক্যাম্প। পরে র্যাবের সদস্যরা এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে জোক্কাকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্যে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে চরাইকান্দি এলাকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে জহির উদ্দিন জোক্কার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে র্যাব লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-