উখিয়ায় পুলিশের অভিযানে বন্দুকসহ আটক-১

শহিদুল ইসলাম, উখিয়া

কক্সবাজারের উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী  এক নলা বন্দুক এক ব্যক্তিকে আটক করেছে।

আজ রবিবার ভোর রাতে উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের ছেপট খালী ঢালা থেকে অস্ত্র সহ শফিকুর রহমান (৪০)কে আটক করেন।

তিনি একই এলাকার খলিল আহমদের ছেলে পুলিশ জানিয়েছেন।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন ইনানী পুলিশ ফাঁড়ি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র সহ এক ব্যক্তিকে  আটক করেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর