হেলাল উদ্দিন :
টেকনাফের হ্নীলায় শরণার্থী ক্যাম্প হতে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবাসহ অটোরিক্সা জব্দ করেছে বিজিবি।
জানা যায়,গত ২৬ এপ্রিল রাত ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প বিওপির সুবেদার মোঃ দেলোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ব্রীজে অভিযান চালিয়ে একটি অটোরিক্সা তল্লাশী করে ২হাজার ৬শ ৭৮পিস ইয়াবাসহ গাড়িটি জব্দ করে। এসময় কৌশলে অটোরিক্সা চালক পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবার মূল্য ৮ লাখ ৬ হাজার ১শ টাকা।
জব্দকৃত অটোরিক্সা হ্নীলা কাস্টমসে জমা দিয়ে ইয়াবা সমুহ পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ংক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান এই অভিযানের সত্যতা স্বীকার করেন।
রোহিঙ্গা ক্যাম্প হতে বা পার্শ্ববর্তী এলাকার কোন মাদক কারবারী কৌশলে ক্রেতার নিকট এই মাদকের চালান পাঠাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-