মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আলহাজ্ব সাইফুল ইসলাম সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি–রাজেউন)। শুক্রবার ২৬ এপ্রিল রাত ১০ টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা মরহুম মাষ্টার সাইফুল ইসলাম সিকদার মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা, বহু ছাত্র-ছাত্রী রেখে যান। বিষয়টি উখিয়ার গণমাধ্যম কর্মী ও মরহুমের নিকটাত্মীয় নুর মোহাম্মদ সিকদার নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ২২ এপ্রিল একটি সড়ক দুর্ঘটনায় মরহুম মাস্টার সাইফুল ইসলাম সিকদার আহত হয়ে উখিয়ায় চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে সেখানে তিনি মৃত্যুববরণ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-