শহিদুল ইসলাম, কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজার -টেকনাফ সড়কের বিজিবি সদস্যরা যাত্রীবাহি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে পাঁচহাজার সাতশত ৫০পিস ইয়াবা সহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসময় একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৭লক্ষ ২৬হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
আজ শুক্রবার দুপুরে আটককৃত নারী পাচারকারীকে কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে। ৩৪ বিজিবি বলেছেন বৃহস্পতিবার গভীর রাতে উখিয়া হতে রামু গামী যাত্রীবাহি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ইয়াবা সহ রুনা আকতার (১৮) নামের এক নারী পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
সে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের রংগিখালী গ্রামের মোহাম্মদ সেলিমের মেয়ে।
৩৪বিজিরির অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-