বিশেষ প্রতিবেদক :
আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জলদস্যু গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুই জলদস্যু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, দুইটি কার্তুজ ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী দরবার শরিফ সংলগ্ন বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার ভোর রাতে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জলদস্যুরা পালিয়ে যায়। পরে বেড়িবাঁধের ওপর থেকে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ দেহ উদ্ধার করে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-