পেকুয়া প্রতিনিধি
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় পেকুয়া থানার এসআই আতিককে সম্মাননা দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
গত (২৪এপ্রিল) কক্সবাজার পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন তার হাতে এ সম্মাননা তুলে দেন।
সূত্র জানায়, পেকুয়া থানায় হত্যা ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামী গ্রেপ্তার, জনসাধারণকে আইনি সহায়তা প্রদান ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে বিশেষ অবদান রাখায় পেকুয়া থানার উপ পরিদর্শক আতিকুর রহমানকে বিশেষ সম্মানানা প্রদান করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-