পেকুয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৮

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৮ নারীপুরুষ আহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন একই এলাকার আব্দুল মোতালেবের স্ত্রী রিনা আক্তার (৩৫), ছেলে সাইমুল ইসলাম (৮), রমজান আলীর স্ত্রী বিউটি আক্তার (২৮), ছেলে আসিফ (১৫), মৃত নন্না মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৪৫), সোলাইমানের স্ত্রী শাহানু বেগম (৩৫), মৃত রফিক আহমদের ছেলে মোঃ তারেক (২৫) ও স্ত্রী আরেছা বেগম(৬৫)।

আহত রিনা আক্তারের স্বামী আব্দুল মোতালেব বলেন, সম্প্রতি আমার চলাচলের পথ নিয়ে স্থানীয় একটি পক্ষ বিরোধ সৃষ্টি করে। এরই জের ধরে একই এলাকার সোলাইমান, তারেক, আজিম, হাজেরা বেগমসহ ৭-৮ জন ব্যক্তি বুধবার রাতে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা চালায়।

এদিকে আহত মোঃ তারেক পূর্বপরিকল্পিত ভাবে আব্দুল মোতালেব গং তাদের উপর হামলা চালিয়েছে বলে দাবী করেন।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর