শপথ নিলেন কক্সবাজারের ৭ উপজেলার ২১ জন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার ৭ টি উপজেলা পরিষদের নব নির্বাচিত ২১ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহন করেছেন।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বৃহস্পতিবার ২৫ এপ্রিল নির্বাচিতদের চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁদের শপথবাক্য পাঠ করান।

নির্বাচিতদের তিন দফা অর্থাৎ চেয়ারম্যান প্রথম দফায়, মহিলা চেয়ারম্যানদের দ্বিতীয় দফা ও পুরুষ ভাইস চেয়ারম্যানদের তৃতীয় দফা সকাল সাড়ে ১১ টায় হতে শপথ বাক্য পাঠ করানো হয়। কক্সবাজার জেলার উপজেলা পরিষদ গুলো হচ্ছে-টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া ও মহেশখালী। কুতুবদিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সেখানে পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখনো নির্বাচন না হওয়ায় এ উপজেলায় নির্বাচিতের গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি।

একইদিন কক্সবাজারের ৭ টি উপজেলার সাথে চট্টগ্রাম বিভাগের আরো ৪ টি জেলার ৩৫ টি উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ করানো হয়। জেলা গুলো হচ্ছে-চট্টগ্রাম জেলার ১০ টি উপজেলা, রাঙ্গামাটি উপজেলার ১০ টি উপজেলা, খাগড়াছড়ি জেলার ৮ টি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ।

বিষয়টি স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী (অতিরিক্ত সচিব) নিশ্চিত করেছেন। শপথ গ্রহন অনুষ্ঠানের পর বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান নির্বাচিত জনপ্রতিনিধি ও উপস্থিত সূধীজনদের উদ্দ্যেশে বক্তৃতা করেন।

আরও খবর