চট্টগ্রাম – চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শ্রমিকদের একটি ঘরে ঢুকে প্রাণ কেড়েছে চারজনের। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়ার গাবতলা এলাকায় এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূইয়া জানান, ট্রাকটি গাছের গুঁড়ি নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গাবতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে নির্মাণ শ্রমিকদের একটি ঝুপড়িতে ঢুকে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে চারজনের লাশ উদ্ধার করে। দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত ব্যক্তিরা সবাই ইটভাটার শ্রমিক ছিলেন। রাস্তার পাশে ঘুমাচ্ছিলেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-