র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট – রাজধানীর তুরাগ এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলম ওরফে গাঁজা আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব-১-এর এএসপি কামরুজ্জামান সাংবাদিকদের জানান, তুরাগের দিয়াবাড়ীতে চার-পাঁচজন মাদক কেনাবেচা করছিল। এমন সময় র‍্যাবও টহল দিচ্ছিল। উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। 

র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা পিছু হটে। পরে ঘটনাস্থলে আলমের লাশ পাওয়া যায়। নিহত আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে।

আরও খবর