নিজস্ব প্রতিবেদক :
আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্য পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সহকারী কমিশনার মো: ফখরুল ইসলাম বলেন, রমজান মাসে নিত্য পণ্যের কৃত্রিম সংকট তৈরি সৃষ্টি করে কোন ব্যবসায়ী যদি অবৈধ ফায়দা লুটার চেষ্টা করে ঐ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন ক্রেতা সাধারনের সুবিধার্থে প্রতিটি দোকানে পণ্যমূল্যের তালিকা প্রদর্শন করতে হবে।
দাড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল পরিমাপ যন্ত্র ব্যবহার করতে হবে। মাংসের ক্ষেত্রে হাড় মাংস প্রতি কেজি ৫৫০ টাকা ও শুধু মাত্র মাংস প্রতি কেজি ৬০০ টাকা নির্ধারন করা হয়েছে। এর বাহিরে যদি কেউ অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করে সে জন্য একটি মোবাইল নাম্বার খোলা হয়েছে ঐ মোবাইল নাম্বারে যেকোন অভিযোগের তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসিলেন্ট আরও বলেন রমজানে মৌসুমী ব্যবসায়ীরা যত্রতত্র খোলামেলা ইফতারী বিক্রয় করে থাকে, এবারের রমজানে তা হতে দেওয়া হবে না।
তিনি জুমার নামাযের খুতবার আগে পণ্য মূল্য স্থিতিশীল রয়েছে কি না তা নিয়ে মুসল্লিদের উদ্ভুদ্ধ করার জন্য মুসল্লিদের আহবান জানিয়ে বলেন, রমাজান মাসে তারাবী সেহরী ও ইফতারের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব কবির আহম্মদ সওদাগর, সাধারন সম্পাদক আহম্মদ কবির সওদাগর, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার আলম শাহীন উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-