রামুতে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে ভবণ নির্মাণ

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের পাশে রামু বাইপাস সংলগ্ন ও রামু সরকারি ডিগ্রি কলেজের পূর্ব পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করায় সাধারণ জনমনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে ।

জানা যায়, প্রবাসী সরওয়ার নামে এক ব্যক্তি ওই ভবনটি নিমার্ণ করছে। নিজের ক্ষয়কৃত এক শতক, সড়ক ও জনপথ বিভাগের এক শতক জায়গা দখল করে ভবনটি নিমার্ণ করছেন তিনি। দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার পর দেশে ফিরে এসে বাইপাস সংলগ্ন রাস্তার পাশে বর্তমানে ট্রেক্টর ও পার্সের দোকান-সহ নানা অপকর্ম করে বহু কালো টাকার মালিক হয়ে যান তিনি।

এদিকে সরওয়ারের সাথে কথা বলে জানা যায়- বিদেশ থেকে এসে বাইপাস সংলগ্ন রাস্তার পাশে এক শতক জায়গা কিনেছিলেন তিনি। উক্ত জায়গায় দোকান ও বসবাসের জন্য দালান নির্মাণ করছি। সড়ক ও জনপদ বিভাগের জায়গা তার দখলে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন-কিছু জায়গা আমার দালান নিমার্ণে মধ্যে পড়েছে। সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের কথা জানতে চাইলে তিনি বলেন, এমন অপরাধ কম বেশি সবাই করে।

এ ভবন নিমার্ণের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ থেকে কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা একজন সরকারি কর্মচারী। সরকারি বিভিন্ন অফিসারদের গাড়ি চালাতেন তিনি। সেই সুবাদে অনেক বড় বড় অফিসারদের সাথে আমার দহরম মহরম সম্পর্ক রয়েছে। নিচ থেকে উপরের মহলের সবাইকে ম্যানেজ করে এই দালান নির্মান করছি। নিউজ করলেও কেউ কিছু করতে পারবে না।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে সরওয়ার নামে ব্যক্তি রামু বাইপাস সংলগ্ন মহা-সড়কের পাশে বহুতল ভবন নির্মাণ করেছে বলে শুনেছি। তবে সরকারি জায়গা দখল করে দালান নির্মাণ করার কোন সুযোগ নেই। অতি-সত্তর ওই ভবনটি ভেঙ্গে দেয়া হবে।

আরও খবর