ডেস্ক রিপোর্ট – রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে ৪৬টি মামলা হয়েছে।
এক বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ৩৯৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৪৪ গ্রাম হেরোইন, ৬৭৫ গ্রাম গাঁজা, ২৫টি নেশা জাতীয় ইনজেকশন, ৫ লিটার দেশি মদ ও ৪৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-