কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প ছেড়ে পালানোর সময় ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাত কর্মকার জানিয়েছেন, সদর স্টেশন এলঅকায় বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। সকালে ক্যাম্প ছেড়ে যাওয়ার সময় ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার সামরিক জান্তার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে ১১ লাখ রোহিঙ্গা। এরপর থেকে উখিয়া-টেকনাফের ৩০টি ক্যাম্পে আশ্রয় গ্রহণ করেছে তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-