বাংলানিউজ •
কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মালেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় গোলাবাড়ি সীমান্ত এলাকার মেইন পিলার ২০৮০ থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালুয়াপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মো. মালেক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. খালেকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গোলাবাড়ী সীমান্ত এলাকায় ১০ বিজিবির সদস্য হাবিলদার আ. মান্নানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি করলে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী মো. মালেক নিহত হন। পরে ঘটনাস্থলে থেকে ২৯ হাজার ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, মালেকের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-