সদর থানা পুলিশের অভিযানে আটক-৪

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।
গত ২১ এপ্রিল সকাল হতে ২২ এপ্রিল সকাল পর্যন্ত (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মো. মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই এমরান হোসেন, এসএই প্রদীপ চন্দ্র দে, এসআই রাজীব্ চন্দ্র পোদ্দার, এএসআই নিজাম উদ্দিন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদরের চৌফলদন্ডী নতুন মহাল এলাকার নজির হোসেনের ছেলে মো. আলম, সদরের জানাঘোনা এলাকার মৃত মোক্তারের আহমদের ছেলে মো. ফরিদ আহাম্মদ, দক্ষিণ মুহুরীপাড়া বিসিক এলাকার খুলিলুর রহমানের ছেলে জয়নাল আবেদীন ও পোকখালী উত্তর গোমাতলী উত্তর পাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে শাহাদাত কামাল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. খায়রুজ্জমান জানান, অপরাধী ও পলাতকভুক্ত আসামীকে ধরার জন্য পুলিশ সর্বদা সর্তক অবস্থানে রয়েছে। আটকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর