রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ মিয়ানমার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির থেকে রোববার রাতে সন্দেহভাজন ঘুরাফেরা করার সময় ২ জন মিয়ানমার নাগরিককে পুলিশ আটক করেছে।

আটককৃতরা হলেন, মিয়ানমারের টিনবোইয়া নিগোর উমিলার ছেলে থাইনচেনাইন ও ইয়াঙ্গুনের লাছিয়ে থানার মৃত হোছনের ছেলে জজ মিয়া।

তাদেরকে সোমবার উখিয়া থানা পুলিশ ১৯৬৪ এর ১৪ ধারায় বৈদেশীক নাগরিক আইনে মামলা রুজু করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করেছে বলে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানিয়েছেন।

আরও খবর