টেকনাফে র‍্যাবের হাতে ইয়াবা আটক-২

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, রোববার বিকেলে উপজেলার সদর ইউপির বরইতলী এলাকায় রাহমানিয়া জামে মসজিদের সামনে র‌্যাব সদস্যরা টেকনাফগামী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্যান্টের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার আব্দুর রহমানের পুত্র ইব্রাহিম (১৯) ও একই এলাকার মোহাম্মদ সালামের পুত্র ছৈয়দ নূরকে (১৮) আটক করে।

তিনি আরো জানান, আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

আরও খবর