এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা ও ধারালো কিরিচসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ যেভাবে নিহত উখিয়ার ২ মাদক ব্যবসায়ী

গিয়াস উদ্দিন ভূলু, আবদুল্লাহ আল আজিজ :

টেকনাফ সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। বিজিবির দাবী-নিহত দুজনই মাদক ব্যাবসায়ী।

২২ এপ্রিল সোমবার গভীর রাতে উখিয়া পালংখালীর শেষ সীমানা ব্রীজ সংলগ্ন হোয়াইক্যং ইউনিয়ন কেরুনতলী এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ইয়াবা ও একটি লম্বা কিরিচ।

সংবাদের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ কক্সবাজার জার্নাল জানান, উখিয়া পালংখালী ব্রীজের দক্ষিণে টেকনাফ কেরুনতলী এলাকায় ইয়াবা পাচার করার জন্য একদল মাদক ব্যাবসায়ী অবস্থান নিয়েছে। সেই গোপন তথ্যের সন্ধান পেয়ে বিজিবি সদস্যরা অভিযানে যায়। কিন্তু মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে যায়। এবং তারা বিজিবি সদস্যদের উপর হামলার চেষ্টা করে। এরপর আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। এতে দুজন মাদক ব্যাবসায়ী গুলিবিদ্ধ হয়।

এরপর টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই দিপংক নেতৃত্বে পুলিশ সদস্যদের সহযোগীতায় গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করে।

নিহত যুবকরা হচ্ছে, থাইংখালি ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম(২২) একই এলাকার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত নবী হোসেনের ছেলে মোঃ ফারুক হোসেন(২৫)।

মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে প্রেরণ করা হয়েছে।

আরও খবর