টেকনাফে ইয়াবাসহ হানিফ পরিবহনের চালক আটক

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মোহাম্মদ ফরিদ (৪২) নামের হানিফ পরিবহনের একজন চালককে আটক করেছে র‌্যাব। এসময় ইয়াবা বহনের দায়ে বাসটি জব্দ করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে টেকনাফের বরইতলী এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ফরিদকে আটক করা হয়। আটক ফরিদ সাতকানিয়ার বাগঘোনা এলাকার কালু মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ থেকে যাত্রীবাহী হানিফ পরিবহন বাসে করে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে তিনিসহ র‌্যাবের একটি দল টেকনাফের বরইতলী এলাকায় বাসটিতে (চট্ট মেট্টো-ব-১১-০৮৩৩) তল্লাশি চালান। এসময় সন্দেহজনক মোহাম্মদ ফরিদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, বাসের গোপন জায়গা থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাসটি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও খবর