মিজানুর রহমান :
কক্সবাজারে ডিসি কলেজ ভিত্তি প্রস্তুর স্থাপন উদ্ধোধন করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ৩ টায় সময় কক্সবাজার শহরের বইল্যাপাড়ার পুরাতন সিএনবি কলোনীর স্থানে কক্সবাজার ডিসি কলেজের আনুষ্টানিক ভিত্তি প্রস্থর স্থাপন করেন মন্ত্রী পরিষদ সচিব মোঃ শফিউল আলম।
এই অনুষ্টানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য কানিজ ফাতেমা আহাম্মদ, মন্ত্রী পরিষদ সচিবের সহধর্মীনি ছাড়া ও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব মোঃ শফিউল আজম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহাম্মদ, কক্সবাজার পৌরসভার কাউন্সিলার রাজবিহারী দাশ, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড, জিয়া উদ্দিন আহামদ, মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড, রনজিত দাশসহ প্রমুখ।
অনুষ্টান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-