নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের কলাতলী ডলপিন মোড় থেকে এক হাজার ইয়াবাসহ বেলাল উদ্দিন (৩০) নামের যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৯ এপ্রিল) কক্সবাজার সার্কেলের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি চকরিয়া মাইজ কাকারা মোয়াজ্জিম পাড়াস্থ মো: ফারুখ আহম্মদের ছেলে। সে ইয়াবাগুলো বিক্রির জন্য অপেক্ষা করছিল বলে দাবি করেছে অভিযানকারীরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সার্কেলের পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদী হয়ে মাদক উদ্ধারের ঘটনায় মামলা দায়ের এবং আসামীকে থানায় সোপর্দ করেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সুমেন মন্ডল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-