আহমদ শরীফকে ৩৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট – চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি, অভিনেতা আহমদ শরীফকে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুদানের জন্য আহমদ শরীফ ব্যক্তিগত ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আহমদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য এ অর্থ অনুদান দেওয়া হয়েছে।

আরও খবর