কক্সবাজার এলএ অফিসে ফের দালাল আটক

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) অফিসে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। আজ বুধবারও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মোমিনের নেতৃত্বে মোবাইল কোর্টের পরিচালিত অভিযানে এক দালাল আটক করা হয়।

তাকে পাঁচদিনের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আটক দালালের নাম মুফিজুর রহমান। শহরের টেকপাড়ার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে মুফিজ। তিনি ভূমি অধিগ্রহণ শাখার কর্মীদের নিকট এক আতংক হিসাবে কাজ করছিলেন। মোবাইল কোর্টের অভিযানের সময় আরো অনেক দালাল পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত দু’সপ্তাহ আগে আরো ৪ জন দালালকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।

আরও খবর