‘মাদক ব্যবসার নিয়ন্ত্রণ’ নিয়ে ভাইয়ের ঝগড়া, এক ভাই নিহত

চট্টগ্রাম – চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার খড়মপাড়া এলাকায় ‘মাদক ব্যবসার নিয়ন্ত্রণ’ নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন অপর ভাই। নিহতের নাম মোহাম্মদ সাজু (২৮)। খুনের পর থেকে তার ছোট ভাই মুন্না (১৯) পলাতক। তাদের বাবার নাম সিদ্দিক আহমেদ।

চাঁন্দগাও এলাকায় করমপাড়া এলাকায় তাদের বাসায় বুধবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।

ছুরিকাহত সাজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে জানিয়ে চান্দগাও থানার ওসি আবুল বাশার বলেন, “ছোট ভাইয়ের কাছে টাকা চেয়েছিল সাজু। তা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মারামারি বাঁধে। তখন মুন্না ছুরি দিয়ে আঘাত করে বড় ভাই সাজুকে।”

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা মো. আবদুর রহিম জানান, দুই জনের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। কিছুদিন আগে মাদকের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাজু। বুধবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জেরে রাতে সাজুকে ছুরিকাঘাত করে মুন্না।

আরও খবর