রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিপূর্ণ শতাধিক অনুমোদনহীন গ্যাস সিলিন্ডারের দোকান

মো. আল-আমিন :

রোহিঙ্গাদের জ্বালানির চাহিদা মেটাতে প্রতিদিন উজাড় করা হচ্ছে আশেপাশের বন। তাই পরিবেশের ওপর চাপ কমাতে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের জ্বালানির চাহিদা মেটাতে এলপিজি সিলিন্ডার বিতরণ করছে ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থা। কিন্তু এসব গ্যাস সিলিন্ডার মজুদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে সেফটি প্ল্যানসহ নেয়া হয়নি কোন ধরনের অনুমতি। রোহিঙ্গা ক্যাম্পগুলোর স্থানীয় বাজারে যত্রতত্র লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান গড়ে ওঠায় আশঙ্কা বেড়েছে দুর্ঘটনার।

জানা যায়, কক্সবাজারে ১২টি রোহিঙ্গা ক্যাম্পে এমন অনুমোদনহীন গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে শতাধিক।

সিলিন্ডার বেচাকেনা বা ব্যবহারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ অনুমতি বাধ্যতামূলক জানিয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাফায়েত হোসেন বলেন, গ্যাস সরবরাহকারী এনজিওগুলো আমাদের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নেয়নি, যা আইনবহির্ভূত একটি কাজ। এই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা।

গ্যাস সিলিন্ডার মজুদ ও বিতরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ছাড়পত্র না নেয়ার কথা স্বীকার করে এনজিও ফোরামের কো-চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, যেহেতু এখানে তারা এটা দিয়ে ব্যবসা করছে না, তাই ছাড়পত্র নেয়া হয়নি।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বিক্ষিপ্তভাবে এই সিলিন্ডারগুলো রাখা হয় ও গুদামজাত করা হয়। এটার একটা নিরাপত্তার বিষয় রয়েছে। সরবরাহকারী ও ফায়ার সার্ভিসেরও এ ব্যাপারে দায়িত্ব রয়েছে।

আরও খবর