বার্তা ২৪ :
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বিএনপির ‘ভ্যানগার্ড’ খ্যাত ছাত্রদল। সেই লক্ষে দফায় দফায় বৈঠকও করছেন সাবেক ছাত্র নেতারা। আর ওইসব বৈঠকে লন্ডন থেকে যোগ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু কিভাবে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হবে- সেটা নিয়ে এখনই দ্বিধা-বিভক্তি সৃষ্টি হয়েছে নেতাদের মধ্যে।
সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক ছাত্র নেতারা বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত নেতাদের বড় অংশ ‘কাউন্সিল’র মাধ্যমে ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ের পক্ষে মত দেন। তবে কাউন্সিল না করে ‘সিলেকশন’-এর মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের পক্ষেও মত দেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতা বলেন, ‘নিজেদের মধ্যে কাউন্সিল ও সিলেকশন নিয়ে দ্বিধা থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলের পক্ষে।’
তবে তারেক রহমানের এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে। এ সময় তিনি সাবেক ছাত্র নেতাদের সঙ্গে স্কাইপিতে আলোচনায় যোগ দেবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এরপরই জানা যাবে, ছাত্রদলের নতুন নেতৃত্ব কিভাবে নির্ধারণ করা হবে।
বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘কমিটির বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই কমিটি দেয়া হবে। বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ছাত্রদলের কমিটি দেওয়া হবে।’
ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা আশা করছি দ্রুত কাউন্সিলের মাধ্যমে কমিটি দেওয়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের বিষয়টি জানানো হলে আমরা প্রচার প্রচারণা শুরু করব।’
ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘ছাত্রদলে তারেক রহমানের আস্থাভাজন নেতৃত্ব প্রত্যাশা করছি। আর এ জন্যই আমি সভাপতি পদে প্রতিযোগিতা করতে চাই।’
উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর মাসে রাজীব আহসানকে সভাপতি, মামুনুর রশিদ মামুনকে সিনিয়র সহ-সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যের আংশিক কমিটি দেয়া হয়। দুবছর মেয়াদি এই কমিটি শেষ সময়ে এসে ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। যার মেয়াদ শেষ হয় ২০১৬ সালের অক্টোবর মাসে।
তবে কমিটির মেয়াদ শেষ হলেও আগের কমিটি বাতিল কিংবা নতুন করে আর কমিটি পায়নি ছাত্রদল। কয়েক দফায় ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে কথা উঠলেও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী হওয়ায় আলোচনা থমকে যায়। দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার পর নতুন করে কমিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নতুন কমিটির নেতৃত্বে আলোচনায় যারা:
বিএনপি’র একটি সূত্রে দাবি, ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য এগিয়ে রয়েছেন- আলমগীর হাসান সোহান, এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আকরামুল হাসান, কাজী মোক্তার হোসেন, নাহিদুল ইসলাম সুহাদ, আব্দুল ওহাব, আবু আতিক আল হাসান মিন্টু, ইখতিয়ার কবির, মামুন বিল্লাহ, জহিরুল ইসলাম বিপ্লব, আসাদুজ্জামান আসাদ, করিম সরকার, মিয়া মো. রাসেল, বায়েজীদ আরেফিন, মেহবুব মাসুম শান্ত, মফিজুর রহমান আশিক ও নূরুল হুদা বাবু।
এছাড়া শীর্ষ পদের জন্য আরজ আলী শান্ত, আব্দুস সাত্তার পাটোয়ারী, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, আবুল বাশার আলোচনায় রয়েছেন বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-