চুলের খোঁপায় ১৪০০ ইয়াবা

ডেস্ক রিপোর্ট – পটুয়াখালীর শহরের একটি বাসায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে চুলের খোঁপা থেকে ১৪শ’ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এ সময় সোহেল সিকদার নামে একজনকে আটক করা হয়।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনানী এলাকায় সোহেল সিকদারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসায় ব্যবহৃত কাপড়ের র‌্যাকে রক্ষিত স্ত্রীর চুলের কৃত্রিম খোঁপায় মোড়ানো ১৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়। পরে সোহেলকে আটক করা হয়।

আরও খবর