মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইয়াবাবাজীর মামলায় কক্সবাজারের যুগ্মজেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান একজন আসামীকে ৮ বছরের স্বশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। মঙ্গলবার ১৬ এপ্রিল এ রায় প্রদান করা হয়। বিষয়টি উক্ত আদালতের এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে-টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শীলখালী গ্রামের নিয়মত উল্লাহ ও হাসিনা আহমদের পুত্র মোহাম্মদ কাউসার। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ এর ৯ এর (খ) ধারায় এসটি-৫৩৯/২০১৮ নম্বর মামলায় আসামীকে এ সাজা প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো-২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ শহরের ঝাউতলা হলিডে মোড়ের এসএ পরিবহনের সামনে থেকে ৫০০০ পিচ ইয়াবা সহ মোহাম্মদ কাউসারকে হাতেনাতে আটক করে মামলা দায়ের করে।
আটকের পর থেকে সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ কাউসার কারাগারে রয়েছে। রাষ্ট্র পক্ষে এ মামলাটি পরিচালনা করেন-কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এপিপি এডভোকেট আবুল কাসেম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-