স্পোর্টস ডেস্ক – বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা সুযোগ পাচ্ছেন মূলত সেই তালিকার বেশিরভাগের নাম প্রায় সবারই জানা ছিলো। মঙ্গলবার (১৬ এপ্রিল) জাতীয় দলের নির্বাচকরা বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের নাম ঘোষণা করলেন। যাদের নাম কিছুদিন ধরে ঘুরে ফিরে আসছিলো সেই তারাই আছেন এই দলে।
অটোমেটিক চয়েজ হিসেবে থাকা দলের সিনিয়র খেলোয়াড়দের সবাই যাচ্ছেন বিশ্বকাপে। অফফর্মে থাকা সত্ত্বেও সৌম্য, লিটনকে দলে রাখা হয়েছে। দলে জায়গা পেয়েছেন পেস বোলার আবু জায়েদ রাহি। ইংল্যান্ডের উইকেট, আবহাওয়ার কথা মাথায় রেখেই এই পেসারকে দলে রেখেছেন নির্বাচকরা।
এবারের বিশ্বকাপে অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশ বেশ আগেভাগেই ইংল্যান্ড যাচ্ছে। চলতি মাসের শেষভাগে বাংলাদেশ তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আয়ারল্যান্ড সফরে যাবে। সেই টুর্নামেন্টে তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। মে মাসের শুরুর দিকের এই টুর্নামেন্ট চলবে সেই মাসের মাঝামাঝি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষে নিজ ব্যবস্থাপনায় বাংলাদেশ একটু আগেভাগে ইংল্যান্ড সফরে যাবে। ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই আয়োজন।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। লন্ডনের ওভালে এই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। তবে বিশ্বকাপের মুল আসরে নামার আগে বাংলাদেশ দুটো প্রস্তুতি ম্যাচেও খেলবে। কার্ডিফের ওয়েলস স্টেডিয়ামে ২৬ মে বাংলাদেশ প্রথম প্রস্ততি ম্যাচে নামবে পাকিস্তানের বিপক্ষে। দুদিন পরে একই স্টেডিয়ামে বাংলাদেশ তাদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে খেলবে বিশ্বকাপের আরেক ফেভারিট দল ভারতের বিপক্ষে।
বাংলাদেশ বিশ্বকাপ দল-
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও আবু জায়েদ রাহি ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-