ভারুয়াখালীর চেয়ারম্যান শফিক কারাগারে

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদারের জামিন নামন্ঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (১৫ এপ্রিল) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ দেলোয়ার হোসেন এই আদেশ দেন।

কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা জিআর-৯৩৩/২০১৮ (সদর) নম্বর মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন সদর বিএনপির সহসভাপতি শফিকুর রহমান সিকদার। হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

আসামির পক্ষে মামলা পরিচালনা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী সাজ্জাদুল করিম।

সাথে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, অ্যাভোকেট আবু হেনা মোস্তফা, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট জিয়াউর রহমান।

এদিকে, চেয়ারম্যান শফিকুর রহমান সিকদারের  আইনজীবী সাজ্জাদুল করিম জানান, যে ঘটনায় শফিকুর রহমান সিকদারকে আসামি করা হয়েছে ওই ঘটনার সাথে তার কোন ধরনের সম্পর্ক ছিল না। সম্পূর্ণ পরিকল্পিত, মিথ্যা ও সাজানো মামলায় তাকে আসামি বানানো হয়েছে। মূলতঃ এলাকায় জনপ্রিয়তা ও বিএনপির রাজনীতিই তার জন্য কাল হয়ে গেছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করলে চূড়ান্তভাবে তিনি এ মামলায় খালাস পাওয়ার আশা করছেন আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী।

আরও খবর