বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার শহরতলির লিংক রোড এলাকার দক্ষিণ মুহুরী পাড়ায় রাতভর নিখোঁজ থাকার পর কচুক্ষেতে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, পূর্বশক্রতার জের ধরে ওই যুবককে হত্যা করা হয়েছে।
নিহত ওই যুবক হলেন শামসুল আলম (২৭)। তিনি স্থানীয় মৃত লোকমান হাকিমের ছেলে।
এই ঘটনায় সন্দেহভাজন স্থানীয় অধিবাসী ডা. জয়নাল আবেদীন (৪২) ও তার স্ত্রী শিউলী পুলিশ হেফাজতে রয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সকালে পরিত্যক্ত কচুক্ষেতে ওই যুবকের লাশ পাওয়া যায়। কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব দাশ ওই লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
নিহত শামসুল আলমের ভাই আবদুল খালেক দাবি করেছেন, পূর্বশক্রতার জের ধরে তার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
তিনি জানান, শামসুল আলমকে গত শুক্রবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতভর আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে পার্শ্ববর্তী কচুক্ষেতে লাশ পাওয়া যায়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-