চট্টগ্রাম – ইয়াবা খাওয়ার টাকার জন্য ছেলের হাতে বাবা খুন হয়েছেন। রোববার ভোরে চট্টগ্রামের কাজির দিউরি ২নং গলিতে এ ঘটনা ঘটে। ছেলে রবিন বড়ুয়া ইয়াবা খাওয়ার টাকার জন্য বাবা রঞ্জন বড়ুয়াকে ছুরি মেরে খুন করেন।
রোববার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় পুলিশের ৯৯৯ ফোন করা হলে কোতোয়ারী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ছেলে রবিন বড়ুয়া বাবুকে (২৪) আটক করে।
রঞ্জন চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামনি এলাকার সমীরণ প্রসাদ বড়ুয়ার ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ইয়াবা খাওয়ার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে করে খুন করেছে ছেলে। তাকে আটক করা হয়েছে এবং হত্যার কাজে ব্যবহার হওয়া ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-