নিজস্ব প্রতিবেদক :
পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে অত্যাধুনিক পরিস্কারক বাহনযুক্ত হয়েছে। এটি দিয়েছে বেসরকারী কোম্পানী এসিআই মোটরস।
বুধবার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারীর কাছ থেকে বীচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে বীচ ক্লিনার বাহনটি গ্রহণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল ।
এসময় এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বনিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। হস্তান্তর অনুষ্ঠানের পর যন্ত্রটি সমুদ্র সৈকতে আনুষ্ঠানিকভাবে পরিচালনা শুরু করা হয়।
উচ্চ ক্ষমতাস¤পন্ন (৯০ হর্স পাওয়ার) সোনালিকা ট্রাক্টর পরিচালিত যন্ত্রটি প্রথমবারের মত ভারতীয় উপমহাদেশের কোন সৈকতে ব্যবহৃত হবে জানিয়েছে এসিআই কর্তৃপক্ষ।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ১২০ কিলোমিটার দীর্ঘ বিশে^র দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। কিন্তু বর্তমানে এ সমুদ্র সৈকত বিশেষ করে পর্যটন স্থানসমূহ বিভিন্ন বর্জ্যরে কারণে দূষণের শিকার হচ্ছে। এই বাহনটি দিয়ে সৈকতের ডায়বেটিক পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটি পরিস্কার রাখা সম্ভব।
তিনি আরও বলেন, বীচক্লিনার মেশিন তথা বাহনটি ঘন্টায় ৬ হাজার ৫০০ বর্গমিটার জায়গা পরিষ্কার করতে পারে। এই প্রযুক্তিটি বাংলাদেশে নতুন হওয়ায় এসিআই মটরস এক বছরের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ এবং পরিচলন ব্যয় বহন করবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-