আবাসিক হোটেল থেকে নারীসহ যুবলীগ নেতা আটক

ডেস্ক রিপোর্ট – একটি আবাসিক হোটেল থেকে নারীসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবলীগ নেতার নাম মোঃ রাসেল চাপরাশি। বরগুনা জেলার পাথরঘাটা পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে নারীসহ তাকে আটক করা হয়। আটককৃত রাসেল একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে পুলিশ।

যুবলীগ নেতা রাসেল চাপরাশিকে আবাসিক হোটেল থেকে আটকের সময় এক নারীকেও আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে যৌন উত্তেজক তিন বোতল ঔষধ ও একটি নিারপদ প্যান্থার (কনডম) উদ্ধার করে পুলিশ। আটককৃত রাসেল পাথরঘাটা পৌর শহরের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একই এলাকার মৃত মিন্টু চাপরাশির ছেলে।

পাথরঘাটা থানা পুলিশের এসআই মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাথরঘাটার একটি আবাসিক হোটেলে এক নারীসহ যুবলীগ নেতা রাসেল অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে আপত্তিকর অবস্থায় তাকে ও একটি ওই নারীকে পাওয়া যায়। এরপর দুজনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তাদেরকে প্রসিকিউশনের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর