পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় ফাতেমা বেগম নামের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে টইটং ইউনিয়নের নতুন পাড়া এলাকার অাবুল কাশেমের মেয়ে ও রাজাখালী বি.ইউ.অাই ফাজিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী। এঘটনায় পুলিশ মেয়ের পিতা অাবুল কাশেম ও বোন তৈয়বা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য অাটক করে।
বৃহষ্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার করা পেকুয়া থানার এসঅাই মোঃ মালেক বলেন, স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে এ রকম দূর্ঘটনার খবর দেয়ার পর ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। কিভাবে মারা গেছে তা ময়না তদন্তের পর জানা যাবে।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, মাদ্রাসা ছাত্রীটির সাথে বাঁশখালী পুইছড়ি এলাকার এক ছেলের সাথে প্রেমের সম্পূর্ক ছিল। ছেলেটি ভোরে ওই মেয়ের বাড়ির সামনে বিষপানে অাত্মহত্যার চেষ্টা চালায় বলে শুনেছি। তবে কি কারণে মেয়েটি অাত্মহত্যা করেছে এবিষয়ে আমরা অবগত নই। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। এখন কিছুই বুঝা যাচ্ছেনা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-